সময় গণনার ইতিহাস
মেসোপটেমিয়া সভ্যতাতেই সর্বপ্রথম সময়কে গণনা করার ইতিহাস পাওয়া যায়। আবির্ভাব ঘটে বছর, মাস, সপ্তাহের ধারণার; যা পরিবর্তীত হয়ে বর্তমান রুপ ধারণ করেছে। অন্যান্য সভ্যতাতেও সময় গণনার ভিন্ন ভিন্ন পদ্ধতির উদ্ভব ঘটে। ফলে প্রয়োজন পরে সময় গণনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি উদ্ভাবন করার; একক প্রচলিত করার। স্বীকৃতি দেয়া হয় সেকেন্ডকে। কোথায় শুরু হয়েছিল আর কোথায় এসে দাড়িয়েছে এই গণনা। এগুলোই ‘সময় গণনার ইতিহাস’ সিরিজের আলোচ্য বিষয়।

কীভাবে শুরু হলো সময় গণনা
অ-নে-ক অ-নে-ক কাল আগের কথা। মানুষ তখন বাস করত বন-জঙ্গলে, গুহায়। জীবজন্তু শিকার করে খেত। সভ্যতার বিকাশ হয়নি তখনও। সময় নির্ধারণের একমাত্র অবলম্বন ছিল সূর্য।

সময় গণনায় মেসোপটেমিয়া সভ্যতার অবদান
বর্তমান মধ্যপ্রাচ্যে অবস্থিত ইরাক ও ইরানের যায়গাগুলোকেই বলা হতো মেসোপটেমিয়া। খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দের কাছাকাছি সময়ে মেসোপটেমিয়ায় যে সভ্যতার জন্ম নিয়েছিল তাকে বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা।