পদার্থ বলতে এমন কিছু বোঝায় যা স্থান দখল করে অবস্থান করে, যার ভর আছে।
উদাহরণ: বই, চেয়ার, মানুষ, কম্পিউটার ইত্যাদি।
পদার্থের বৈশিষ্ট্য:
- স্থান দখল করে
- ভর বা ওজন রয়েছে
- পর্যবেক্ষণযোগ্য
- তাপ বা চাপের প্রভাবে পরিবর্তিত হতে পারে ইত্যাদি।
পদার্থের প্রকারভেদ:
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়।
যেমন:
তাপমাত্রা ও চাপের উপর ভিত্তি করে পদার্থ তিন প্রকার। যথা:
১. কঠিন পদার্থ
২. তরল পদার্থ ও
৩. গ্যাসীয় পদার্থ।
পদার্থ গঠনকারী উপাদানের উপর ভিত্তি করে পদার্থ তিন প্রকার। যথা:
১. মৌলিক পদার্থ
২. যৌগিক পদার্থ ও
৩. মিশ্র পদার্থ।
জীবনের উপর ভিত্তি করে পদার্থ দুই প্রকার। যথা:
১. সজীব পদার্থ ও
২. নির্জীব পদার্থ।
ভিন্ন ভিন্ন প্রকার পদার্থের ধর্ম বিভিন্ন প্রকার। পরবর্তী অধ্যায়সমূহে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।