শক্তি বলতে এমন কিছু বোঝায় যার আকার, আয়তন, ভর ইত্যাদি বৈশিষ্ট্যসমূহ নেই; তবে কাজ করার সামর্থ্য রয়েছে।
যেমন: শব্দ শক্তি, সৌর শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি।
শক্তির বৈশিষ্ট্য:
- আকার, আয়তন ও ভর নেই
- কাজ করার সামর্থ রয়েছে
- সৃষ্টি বা ধ্বংস করা যায় না
- এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় ইত্যাদি।
শক্তির প্রকারভেদ:
মহাবিশ্বে প্রধানত শক্তির নয়টি রূপ দেখা যায়। যথা:
১. যান্ত্রিক
২. তাপ
৩. আলোক
৪. শব্দ
৫. রাসায়নিক
৬. তড়িৎ
৭. চৌম্বক
৮. সৌর এবং
৯. নিউক্লিয় শক্তি।