পদার্থ কী

পদার্থ
পদার্থ

সংজ্ঞা

যার আকার আছে, আয়তন আছে, ভর আছে, স্থান দখল করে অবস্থান করে, বল প্রয়োগে বাধা প্রদান করে ইত্যাদি বৈশিষ্ট্য আছে তাকে পদার্থ বলে।

উদাহরণ: বই, চেয়ার, ফুটবল, মানুষ ইত্যাদি সবই পদার্থ।

 

বৈশিষ্ট্য

  • আকার আছে,
  • আয়তন আছে,
  • ভর আছে,
  • স্থান দখল করে অবস্থান করে,
  • বল প্রয়োগে বাধা প্রদান করে ইত্যাদি।

 

উল্লেখ্য পদার্থের সকল বৈশিষ্ট্য সব সময় পদার্থে বিদ্যমান নাও থাকতে পারে।

 

প্রকারভেদ

বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়।

যেমন:

 

তাপমাত্রা ও চাপের উপর ভিত্তি করে পদার্থ তিন প্রকার। যথা:

১. কঠিন পদার্থ

২. তরল পদার্থ ও

৩. গ্যাসীয় পদার্থ।

 

পদার্থ গঠনকারী উপাদানের উপর ভিত্তি করে পদার্থ তিন প্রকার। যথা:

১. মৌলিক পদার্থ

২. যৌগিক পদার্থ ও

৩. মিশ্র পদার্থ।

 

জীবনের উপর ভিত্তি করে পদার্থ দুই প্রকার। যথা:

১. সজীব পদার্থ ও

২. নির্জীব পদার্থ।

 

গঠন

পদার্থ গঠিত হয় অসংখ্য অণুর সমন্বয়ে। অণুগুলো পরস্পরের মধ্যে বিভিন্ন প্রকার আকর্ষণের কারণে একসাথে থেকে পদার্থ গঠন করে।

সম্পর্কিত অনুচ্ছেদসমূহ