ছিটমহল সমস্যা ও সমাধান

ছিটমহল
ছিটমহল

ছিটমহল:

একটি দেশের অভ্যন্তরে অন্য দেশের এক বা একাধিক ভূখন্ড থাকলে তাকে ছিটমহল বলা হয়।

ছিটমহলের বাসিন্দারা সহজে নাগরিক সুবিধা তথা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসনিক সুবিধা ইত্যাদি লাভ করতে পারে না।

 

বাংলাদেশের ছিটমহল সমস্যা ও সমাধান:

ভারত ভাগের সময় ভারতের কিছু অংশ পাকিস্তান তথা বাংলাদেশে এবং বাংলাদেশের কিছু অংশ ভারতে থেকে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্য সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের জাতীয় সংসদে ১৯৭৪ সালেই চুক্তিটি পাশ হয়। কিন্তু ভারতের আইনসভায় চুক্তিটি পাশ হয় ২০১৫ সালে। তারপর ২০১৫ সালের ১ই আগস্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হয়।

 

বাংলাদেশ পায়-

  • লালমনিরহাট ৫৯টি
  • পঞ্চগড় ৩৬টি
  • কুড়িগ্রাম ১২টি
  • নীলফামারী ৪টি
  • মোট ১১১টি ছিটমহল;
  • যার সর্বমোট ক্ষেত্রফল ১৭,১৬০ একর।

 

অপরদিকে, ভারত পায়-

  • কুচবিহার ৪৭টি
  • জলপাইগুড়ি ৪টি
  • মোট ৫১টি ছিটমহল;
  • যার সর্বমোট ক্ষেত্রফল ৭,১১০ একর।

অর্থাৎ এই বিনিময়ে বাংলাদেশ ১০.০৪১.২৫ একর ভূমি লাভ করে।

সম্পর্কিত অনুচ্ছেদসমূহ