কোন রাষ্ট্রের প্রকৃতি, জনগণ ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, রাষ্ট্রের অঙ্গসমূহ, তাদের কার্যাবলি, তাদের মধ্যে সম্পর্ক, নির্বাচন ইত্যাদি বিষয় সংবলিত দলিলই সংবিধান।
অর্থাৎ কোন রাষ্ট্র সম্পর্কিত সকল তথ্যের দলিল সংবিধান। এর মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয়।
গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এর মতে,
“সংবিধান হলো এমন এক জীবনপদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নেয়।”
‘বাংলাদেশ’দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সংবিধান বাংলাদেশসহ সকল রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সকল নাগরিকের সংবিধান মান্য করা ও তার রক্ষা করা পরম কর্তব্য।