সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য

সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য
সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

 

অনুচ্ছেদ ০৭ খ

সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য

সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমুহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।

 

বিভিন্ন কারণে সংবিধান সংশোধন করার প্রয়োজন পরতে পারে। সংবিধান সংশোধনের বিধানাবলিও পরবর্তীতে আলোচনা করা হয়েছে। তবে ৭খ নং অনুচ্ছেদ অনুসারে সংবিধানের মৌলিক বিধানাবলি কোনোভাবেই পরিবর্তন বা সংশোধন করা যাবে না।

মৌলিক বিধানাবলি সংক্রান্ত অনুচ্ছেদসমূহ হচ্ছে:

  • সংবিধানের প্রস্তাবনা,
  • প্রথম ভাগের সকল অনুচ্ছেদ,
  • দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ,
  • নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং
  • একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ
  • অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ

 

সম্পর্কিত অনুচ্ছেদসমূহ