গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
অনুচ্ছেদ ০৭
সংবিধানের প্রাধান্য
(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে।
(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে।
অনুচ্ছেদ ৭কে সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বলে মান্য করা হয়। এই অনুচ্ছেদের প্রথম দফা এটি নিশ্চিত করে যে জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। তবে এই ক্ষমতা সংবিধান মেনে প্রয়োগ করতে হবে। তাছাড়া বাংলাদেশ রাষ্ট্রের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’। নাম থেকেই অনুমেয় যে জনগণ রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক।
আইন:
আইন হচ্ছে একগুচ্ছ নিয়ম-কানুন যা সকলের জন্য অবশ্য পালনীয়।
মানুষের জীবনকে সুষ্ঠু, স্বাধীন ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য এসব নিয়ম-কানুন অপরিহার্য। সার্বভৌম শক্তি এসব বিধান বলবৎ করে থাকে।
২নং দফায় সংবিধানকে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বলে মেনে নেওয়া হয়েছে। এমনকি সংবিধানের সহিত অসমঞ্জস আইন বাতিল হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।