প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা

প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

 

অনুচ্ছেদ ০২

প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা

প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হইবে

(ক) ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা-ঘোষণার অব্যবহিত পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল এবং সংবিধান (তৃতীয় সংশোধন) আইন, ১৯৭৪-এ অন্তর্ভুক্ত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা তদ্‌বহির্ভূত; এবং

(খ) যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে৷

 

২ নং অনুচ্ছেদের দুটি শর্তাংশ বা প্রভাইসো রয়েছে। ২(ক) শর্তাংশে বাংলাদেশের সীমানার কথা বলা হয়েছে এবং ২(খ) শর্তাংশে পরবর্তীতে সীমানাভুক্ত হওয়ার বিধান রাখা হয়েছে।

 

বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা:

১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। মুসলিম সংখাগরিষ্ঠ পাকিস্তান রাষ্ট্রের দুটি অংশ ছিল। পূর্ব দিকের অংশকে বলা হতো ‘পূর্ব পাকিস্তান’; যা বর্তমানে স্বাধীন বাংলাদেশ নামে পরিচিত।

তবে ১৯৭৪ সালে তৃতীয় সংশোধনী অনুযায়ী ভারত-বাংলাদেশ চুক্তিতে বলা হয়, উভয় দেশের সীমানায় অবস্থিত বেরুবাড়ি ইউনিয়নের এক অংশ ভারত পাবে।

 

বাংলাদেশে রাষ্ট্রের ক্ষেত্রফল ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।

 

তাছাড়া বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের মাধ্যমে (২০১৫ সালের ১ জুলাই) বাংলাদেশের ভূখন্ডে মোট ১০,০৪১.২৫ একর ভূমি যোগ হয়।

মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের মোট সমুদ্রসীমা দাঁড়ায় ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার।

সম্পর্কিত অনুচ্ছেদসমূহ