জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি

জাতীয় স্মৃতিনিদর্শন
জাতীয় স্মৃতিনিদর্শন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

 

অনুচ্ছেদ ২৪

জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি

বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমন্ডিত স্মৃতিনিদর্শন, বস্তু বা স্থান-সমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন।

 

সভ্যতা:

কোন জাতির দৃশ্যমান সব বস্তুগত উপাদান মিলে হয় সভ্যতা।

 

শৈল্পিক স্থান:

শৈল্পিক স্থান সাধারণত বিভিন্ন শিল্পমাধ্যমের (যেমন চিত্রকলা, ভাস্কর্য, পারফরম্যান্স আর্ট, থিয়েটার ইত্যাদি) প্রদর্শন ও চর্চার জন্য ব্যবহৃত হয়।

 

ঐতিহাসিক স্থান:

মুজিবনগর স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ ইত্যাদি।

সম্পর্কিত অনুচ্ছেদসমূহ