আইন বিভাগের সদস্যদের নিয়ে গঠিত পরিষদকে আইন পরিষদ বলে।
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদের সদস্যদের নিয়ে আইন পরিষদ গঠিত হয়; যারা সাধারণত এম.পি. নামে পরিচিত হন। রাষ্ট্র পরিচালনার উদ্যেশ্যে আইন প্রণয়ন করাই এ বিভাগের কাজ।
অপরদিকে গণপরিষদের মূল কাজ হলো সংবিধান রচনা করা। তবে গণপরিষদ সংবিধানের অনুপস্থিতিতে আইন প্রণয়নও করে থাকে। সংবিধান রচিত হওয়ার পর গণপরিষদের কাজ শেষ হয়ে যায়। তখন আইন প্রণয়ন করে আইন পরিষদ।
বাংলাদেশ রাষ্ট্র গঠনের পর গণপরিষদকে কেবল সংবিধান রচনার দ্বায়িত্ব দেওয়া হয়। ফলে নয় মাসের মধ্যেই স্বাধীন বাংলাদেশের জন্য সংবিধান রচনার কাজ সমাপ্ত হয়। এ সময় রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে আইন তৈরি করেন যা রাষ্ট্র পরিচালনায় ব্যবহৃত হয়। তাই আইন বলতে অধ্যাদেশ, আদেশ, উপবিধি, নিয়ম, প্রনিয়ম, বিজ্ঞপ্তিকেও বোঝায়। পরবর্তীকালে ১ম তফসিলের মাধ্যমে এসব অধ্যাদেশকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে।