গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
অনুচ্ছেদ ০৫
রাজধানী
(১) প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা।
(২) রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে।
রাজধানী:
রাজধানী একটি দেশ, রাজ্য, বা অঞ্চলের কেন্দ্রীয় শহর, যেখান থেকে দেশটির সরকার পরিচালিত হয়। সাধারণত রাজধানী শহরেই সংশ্লিষ্ট সরকারের সকল প্রকার সভা ও অধিবেশন ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে এবং এটি সাধারণভাবে সংশ্লিষ্ট দেশের সরকার বা আইন দ্বারা সিদ্ধ থাকে। ক্ষেত্রবিশেষে দেশ বা রাজ্যের আইনসভা বিভিন্ন অঞ্চলে বিভক্ত থাকে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫নং অনুচ্ছেদ অনুসারে প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। ১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে ‘ঢাকা’ বানানের ইংরেজি প্রতিশব্দ ‘Dhacca’ থেকে ‘Dhaka’ করা হয়েছে।
২০১২ সালে ঢাকা সিটি কর্পোরেশনকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়েছে।