মূলনীতিসমূহ

মূলনীতিসমূহ
মূলনীতিসমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

 

অনুচ্ছেদ ০৮

মূলনীতিসমূহ

(১) জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে।

(২) এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ-পরিচালনার মূলসূত্র হইবে, আইন-প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন, এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না।

 

রাষ্ট্র পরিচালনার মূলনীতি:

রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে আমরা সেসব নীতিকে বুঝি যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক এবং বৈদেশিক নীতি নির্ধারণে সহায়তা করে।

রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে আবার কর্মসূচিগত অগ্রাধিকারও বলা হয়। কারণ এগুলো সরকারের বিবিধ কর্মকান্ড পরিচালনার অনুপ্রেরণা ও দিক নির্দেশনা দেয়।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগ অনুসারে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ হচ্ছে:

  • জাতীয়তাবাদ (অনুচ্ছেদ ৯),
  • সমাজতন্ত্র ও শোষণমুক্তি (অনুচ্ছেদ ১০),
  • গণতন্ত্র ও মানবাধিকার (অনুচ্ছেদ ১১),
  • ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা (অনুচ্ছেদ ১২),
  • মালিকানার নীতি (অনুচ্ছেদ ১৩),
  • কৃষক ও শ্রমিকের মুক্তি (অনুচ্ছেদ ১৪),
  • মৌলিক প্রয়োজনের ব্যবস্থা (অনুচ্ছেদ ১৫),
  • গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব (অনুচ্ছেদ ১৬),
  • অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা (অনুচ্ছেদ ১৭),
  • জনস্বাস্থ্য ও নৈতিকতা (অনুচ্ছেদ ১৮),
  • পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন (অনুচ্ছেদ ১৮ক),
  • সুযোগের সমতা (অনুচ্ছেদ ১৯),
  • অধিকার ও কর্তব্যরূপে কর্ম (অনুচ্ছেদ ২০),
  • নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য (অনুচ্ছেদ ২১),
  • নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ (অনুচ্ছেদ ২২),
  • জাতীয় সংস্কৃতি (অনুচ্ছেদ ২৩),
  • উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি (অনুচ্ছেদ ২৩ক),
  • জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি (অনুচ্ছেদ ২৪),
  • আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন (অনুচ্ছেদ ২৫)

 

রাষ্ট্র পরিচালনা নীতিসমূহের প্রয়োগ:

  • বাংলাদেশ পরিচালনার মূলসূত্র হবে,
  • আইন প্রণয়নকালে রাষ্ট্র এগুলো প্রয়োগ করবেন,
  • এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে এগুলো নির্দেশক হবে এবং
  • তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হবে,
  • এসব নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হবে না।

 

 

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা অনুসারে সংবিধানের চারটি মূলনীতি হচ্ছে:

১. জাতীয়তাবাদ,

২. সমাজতন্ত্র,

৩. গণতন্ত্র ও

৪. মানবাধিকার।

 

বাহাত্তরের মূল সংবিধানে এই চারটি মূলনীতির কথা উল্লেখ থাকলেও পঞ্চম সংশোধনীর মাধ্যমে তা পরিবর্তন করা হয়েছিল। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবার তা পূর্বাবস্থায় ফিরে আসে।

সম্পর্কিত অনুচ্ছেদসমূহ