তারিখ: ১৬ই আগস্ট, ২০২৩খ্রি.
তারিখ: ১০ই মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
ব্যাখ্যা:
তারিখ লেখার পর একটি কোলন চিহ্ন দিতে হবে। কোলন চিহ্নের বিন্দুর মাঝখানে ফাঁকা থাকবে না। মাঝখানে ফাঁক থাকলে বিসর্গ (ঃ) হয়ে যাবে; যা ভুল।
উল্লেখ্য, শব্দ ও যতিচিহ্নের মাঝে কোন স্পেস থাকে না। যতিচিহ্নের পর স্পেস দিতে হবে।
তারপর ১লা/ পয়লা (পয়লা দেশি শব্দ আর পহেলা হিন্দি), ২রা/ দোসরা, ৩রা/ তেসরা, ৪ঠা/ চৌঠা, ৫ই/ পাঁচই, ১৯শে/ উনিশে এভাবে তারিখ লিখতে হবে।
উল্লেখ্য, অঙ্কে (১লা) লিখলেও উচ্চারণের সময় কথায় (পহেলা) পড়তে হবে।
তারিখের পর মাসের নাম লিখে একটি কমা দিয়ে সাল লিখতে হবে।
সবশেষে সেই সালটি কোন বর্ষপঞ্জি অনুসারে লেখা হয়েছে তা উল্লেখ করতে হবে।
উল্লেখ্য, ইংরেজি বলতে কোন বর্ষপঞ্জিকে বোঝানো হয় না। বহুল পরিচিত যে ক্যালেন্ডারটি আমরা ব্যবহার করি তা হচ্ছে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি; যা খ্রিস্টের জন্মের সাথে সম্পর্কিত। তাই শেষে খ্রিস্টাব্দ লিখতে হবে। সংক্ষেপে লিখতে চাইলে ‘খ্রি’ লেখার পর একটা বিন্দু চিহ্ন (.) দিতে হবে।
বাংলা একাডেমি খ্রিস্টাব্দ বানান এক এক সময় এক এক রকম বলছে। এখন বলছে খ্রিষ্টাব্দ। তবে খ্রিস্ট, খ্রিস্টাব্দ. খ্রিষ্ট, খ্রিষ্টাব্দ সবগুলোই সঠিক।
আরও পড়ুন: