বাংলাদেশের সংবিধানের নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’।
বাংলাদেশের সংবিধানে ১১টি অধ্যায় রয়েছে।
সংবিধানের কয়েকটি অধ্যায়কে একাধিক পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। বাংলাদেশের সংবিধানে মোট ১৩টি পরিচ্ছেদ রয়েছে।
প্রতিটি অধ্যায়ের অন্তর্গত আলাদা আলাদা অংশকে বলা হয় অনুচ্ছেদ। আইনের অন্তর্গত অংশকে সেকশন বা ধারা বলা হয়। কিন্তু সংবিধানের স্বতন্ত্র অংশকে অনুচ্ছেদ বা আর্টিকেল বলা হয়।
অনেক অনুচ্ছেদের অন্তর্গত বা একাধিক উপঅনুচ্ছেদ থাকলে তাকে ক, খ ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়।
অনুচ্ছেদের উপর নির্ভরশীল ও অন্তর্গত বাক্যাংশকে দফা বা ক্লজ বলে।
দফার অন্তর্গত বা অর্থ প্রদানের ক্ষেত্রে দফার উপর নির্ভরশীল বাক্যাংশকে উপ-দফা বা সাব-ক্লজ বলে।
কোন অনুচ্ছেদের অন্তর্গত শর্তযুক্ত অংশকে শর্তাংশ বা প্রোভাইসো বলে।
সংবিধানের পাশে লিখিত টিকা বা মার্জিনাল নোটগুলিকে হাশিয়া বলে।