সংজ্ঞা
অণু গঠনকারী ক্ষুদ্রতর কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে।
উদাহরণ: হাইড্রোজেন পরমাণু, হিলিয়াম পরমাণু, কার্বন পরমাণু, অক্সিজেন পরমাণু ইত্যাদি।
বৈশিষ্ট্য
- অণু গঠনকারী ক্ষুদ্রতর কণা,
- স্বাধীন অস্তিত্ব নেই,
- রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইত্যাদি।
প্রকারভেদ
মহাবিশ্বে মোট ১১৮ প্রকার পরমাণু রয়েছে।
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এদের শ্রেণিবিভাগ করা যায়। যেমন:
- ধাতব পরমাণু ও অধাতব পরমাণু,
- স্থিতিশীল পরমাণু ও অস্থিতিশীল পরমাণু ইত্যাদি।
গঠন
পরমাণু অতি ক্ষুদ্র গোলাকৃতির কণিকা। এর মাঝখানের অপেক্ষাকৃত ছোট ও ভারী অংশকে বলে নিউক্লিয়াস এবং বাইরে ইলেকট্রন নামক কণিকা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে।