পদার্থ ও শক্তি
মহাবিশ্বের গঠন: পদার্থ ও শক্তি
আনুমানিক ১৩৭৫ কোটি বছর পূর্বে অসীম ঘনত্ববিশিষ্ট একটি বস্তুকণায় মহাবিস্ফোরণ হয়। আর সেখান থেকেই জন্ম হয় আমাদের মহাবিশ্বের। মহাবিশ্ব গঠিত হয়েছে অগণিত সংখ্যক নক্ষত্র, ছায়াপথ,
পদার্থ কাকে বলে
পদার্থ বলতে এমন কিছু বোঝায় যা স্থান দখল করে অবস্থান করে, যার ভর আছে। উদাহরণ: বই, চেয়ার, মানুষ, কম্পিউটার ইত্যাদি। পদার্থের বৈশিষ্ট্য: স্থান দখল
শক্তি কাকে বলে
শক্তি বলতে এমন কিছু বোঝায় যার আকার, আয়তন, ভর ইত্যাদি বৈশিষ্ট্যসমূহ নেই; তবে কাজ করার সামর্থ্য রয়েছে। যেমন: শব্দ শক্তি, সৌর শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি।