গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
অনুচ্ছেদ ১৪
কৃষক ও শ্রমিকের মুক্তি
রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতী মানুষকে-কৃষক ও শ্রমিককে-এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা।
রাষ্ট্রের মৌলিক দায়িত্ব:
সমাজে দুটি শ্রেণি থাকে। এক শোষক; অন্যটি শোষিত। সাধারণত শোষক শ্রেণিতে থাকে মালিকরা; আর শোষিত হয় মেহনতী মানুষ তথা কৃষক ও শ্রমিক এবং সমাজের অনগ্রসর মানুষগুলো।
১৪ নং অনুচ্ছেদ অনুযায়ী শোষিতদের সকল প্রকার শোষণ থেকে মুক্তি দান করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
উল্লেখ্য দায়িত্ব মানে রাষ্ট্র এরূপ করতে বাধ্য। এটি এড়ানোর কোন সুযোগ নেই। যদি কর্তব্য বলা হতো তবে রাষ্ট্র তা এড়াতে পারতো।